স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা বিশেষ সাজেশন সহ বই ২০২৫


 




মানবদেহে সবচেয়ে বড় অস্থি কোনটি?


ফিমার (Femur)


Humerus


টিবিয়া (Tibia)


Ulna


৮৬. কিডনি রোগের চিকিৎসা যে ডাক্তার করেন তাকে কী বলা হয়?


Cardiologist


Nephrologist


Neurologist


Pathologist


৮৭. বাংলাদেশের বিজয় দিবস কোনটি?


২০শে মার্চ


২৬শে মার্চ


১৬ই ডিসেম্বর


২১শে ফেব্রুয়ারি


ব্যাখ্যা বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর। ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চ যথাক্রমে শহিদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলাদেশের জাতীয় দিবস স্বাধীনতা দিবস।


৮৮. আয়তনের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?


নরওয়ে


ঘানা


চিলি


ভ্যাটিকান সিটি


ব্যাখ্যা আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিক্যান সিটি। এর আয়তন ০.৪৪ বর্গকিলোমিটার (১১০ একর)। তবে এটি জাতিসংঘভুক্ত দেশ না হওয়ায় জাতিসংঘের সবচেয়ে ছোট দেশ মোনাকো (১.৯৫ বর্গকিলোমিটার)।


৮৯. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?



১০


১২


১৫.


ব্যাখ্যা) বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের আয়তন ২৮ বর্গকিলোমিটার। জোয়ারের সময় এটি কমে ৫ বর্গকিলোমিটার আয়তন ধারণ করে। এখানে স্থায়ীভাবে বাস করে প্রায় ৫,০০০ লোক, যাদের ৯৫% মৎস্যজীবী। দ্বীপটির স্থানীয় নাম 'নারিকেল জিঞ্জিরা'। এটি বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন।


৯০. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?


মিশর


ইরাক


ইরান


দুবাই


ব্যাখ্যা মিশরে অবস্থিত সুয়েজ খাল খনন শুরু হয় ২৫ এপ্রিল ১৮৫৯। প্রায় ১১ বছর খনন করার পর, সুয়েজ খালের উদ্বোধন করা হয়। ২৫ এপ্রিল ১৮৬৯। মিসর খালটি জাতীয়করণ করে ২৬ জুলাই ১৯৫৬। উল্লেখ্য, সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে।


৯৪. PLO (পিএলও) কখন গঠিত হয়?


১৯৬৪ সালে


১৯৬৫ সালে


১৯৬৬ সালে


১৯৬৭ সালে


ব্যাখ্যা) Palestine Liberation Organization (PLO) বা ফিলিস্তিন মুক্তি সংস্থা গঠিত হয় ২৮ মে ১৯৬৪। PLO-এর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লায় অবস্থিত।


৯৫. Golden Island কোথায় অবস্থিত?


মহেশখালী


ভোলা


সন্দ্বীপ


হাতিয়া


ব্যাখ্যা) Golden Island বা স্বর্ণদ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত। উল্লেখ্য, নিঝুম দ্বীপের অন্য নাম ছিল বাউলার চর, চর ওসমান ও ইছামতির দ্বীপ।


৯৬. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কোন সালে?


১৭৫০ সালে


গ) ১৭৮০ সালে


১৭৭৭ সালে


১৭৮৯ সালে


ব্যাখ্যা ১৭৮৯ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত ফ্রান্সের নানা উত্তাল ঘটনাধারা 'ফরাসি বিপ্লব' নামে ইতিহাসপ্রসিদ্ধ হয়ে আছে। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এই তারিখটি বিশ্বব্যাপী ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয়।


৯৭. কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়?


বিদ্রোহী


আনন্দময়ীর আগমনে


কাণ্ডারী হুঁশিয়ার


দুঃশাসনের রক্ত চাই


ব্যাখ্যা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অর্ধ-সাপ্তাহিক 'ধূমকেতু' পত্রিকার পূজা সংখ্যায় (২২ সেপ্টেম্বর ১৯২২) তার 'আনন্দময়ীর আগমনে' কবিতা প্রকাশিত হয়। এর ফলে তিনি গ্রেফতার হন এবং কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে রাজদ্রোহের অভিযোগে তার বিচার অনুষ্ঠিত হয়। উক্ত আদালত তাকে এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে (৮ জানুয়ারি, ১৯২৩)। আবার, 'প্রলয় শিখা' (১৯৩০) কাব্যগ্রন্থে রাজদ্রোহমূলক কবিতা থাকার অভিযোগে কবিকে আদালত ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।


৯৮. মাইকেল মধুসূদন দত্তের 'একেই বলে সভ্যতা' কোন ধরনের নাটক?


08


উত্তর


৮৫ ক


৯১. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?


৮৬ খ


মহেশখালী


হাতিয়া


৮৭ গ


সন্দ্বীপ


সেন্টমার্টিন


৮৮ ঘ


2 99


৯০ ক


৯১ ঘ


৯২ ঘ


৯৩ ঘ


৯৪ ক


৯৬ ঘ


৯৭ গ


(অ্যাখ্যা) বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্টমার্টিন দ্বীপ। দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফে অবস্থিত। এর আয়তন ৮ বর্গ কিলোমিটার। দ্বীপটির অন্য নাম নারিকেল জিঞ্জিরা।


৯২. স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক টিকেটে কোন ছবি ছিল?


জাতীয় স্মৃতি সৌধ


গ) সোনা মসজিদ


লালবাগের কেল্লা


শহিদ মিনার


ব্যাখ্যা স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি ছিল। ২০ পয়সা মূল্যমানের ডাকডিকিটের Fullscreen Ad

সম্পূর্ণ PDF ডাউনলোড

করতে

এখানে ক্লিক করুন
ডিজাইনার ছিলেন বিপি চিতনিশ।


৯৩. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?


৯৮ খ প্র্যিা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ


৮টি


৯টি


১০টি


১১টি


৯৯ খ


১০০ খ


সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১১ জুলাই সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। আর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সাব সেক্টর ছিল ৬৪টি।


কমেডি


ট্রাজেডি


সামাজিক প্রহসন


মেলোড্রামা


ব্যাখ্যা) বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্তের একটি সামাজিক প্রহসনমূলক রচনা হলো 'একেই কি বলে সভ্যতা' (১৮৫৯)। এতে কলকাতার নব্য শিক্ষিত ইংরেজ ইয়ং বেঙ্গলদের মদ্যাসক্তি, উচ্ছৃঙ্খলতা ও অনাচারকে ব্যঙ্গ করে তুলে ধরা হয়েছে। তার আরও একটি প্রহসন হলো 'বুড় সালিকের ঘাড়ে রোঁ' (১৯৫৯)। এ প্রহসনে অত্যাচারী ও নারীলোভী বুড়ো জমিদার ও তার কৃতকর্মের শাস্তি দেখানো হয়েছে।


৯৯. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?


১২টি


১১টি


৭টি


৯টি


ব্যাখ্যা বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ১১টি। যথা- অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও এবং ঔ।


১০০. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?


USA


বাহামা


নিউজিল্যান্ড


সুইজারল্যান্ড


Open Multiple Links

Links are opening...

ব্যাখ্যা নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ১৮৯৩ সালে ভোটাধিকার লাভ করে। উল্লেখ্য ব্রিটেন ও আমেরিকার মহিলারা ভোটাধিকার লাভ করে যথাক্রমে- ১৯১৮ ও ১৯২০ সালে

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post