মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (shed) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ০৯/০৩গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
আইন শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
www.shed.gov.bd
স্মারক নং: ৩৭,০০,০০০০,০৩১.০৪.০০৩.২০২০(অংশ),১৮ www.prebd.com
তারিখ:
৩ ফাল্গুন ১৪৩১
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর প্যানেল আইনজীবী তালিকাভুক্তির বিজ্ঞপ্তি
২৭ এপ্রিল ২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে দায়েরকৃত মামলাসমূহ সরকারের স্বার্থ রক্ষার্থে প্রতিদ্বন্দ্বিতা, সুষ্ঠু তদারকি, পরিচালনা ও পরামর্শ প্রদানের নিমিত্ত চুক্তিভিত্তিক মোট ০২ (দুই) জন প্যানেল আইনজীবী তালিকাভুক্তির লক্ষ্যে আগ্রহী আইনজীবীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
শর্তাবলী:
১ আবেদনকারী আইনজীবীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে;
২
Referral link
আইনজীবীগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলা (পক্ষে/বিপক্ষে) পরিচালনা (TOR অনুযায়ী) ও প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং চুক্তির শর্তানুসারে সরকার/অর্থ বিভাগ কর্তৃক অনুমোদিত হারে মামলা পরিচালনার জন্য ফি/সম্মানী প্রাপ্য হবেন। সকল প্রকার ফি/সম্মানী/খরচ হতে বিধি মোতাবেক সরকারি সকল কর্তন নিশ্চিত করা হবে;
৩ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষে/বিপক্ষে দায়েরকৃত মামলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না;
৪ নিয়োজিত মামলার অগ্রগতি প্রতিবেদন প্রতিমাসে নির্দিষ্ট ছকে নির্ধারিত তারিখের মধ্যে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর দাখিল করতে হবে;
৫ মামলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিপক্ষে রায় হলে জরুরিভিত্তিতে পরবর্তী করণীয় বিষয়ে লিখিতভাবে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর অবহিত করতে হবে;
৬ কোনো প্রতিষ্ঠানে প্যানেল আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে আবেদনে তা উল্লেখ করতে হবে। বেসরকারি প্যানেল আইনজীবী নিয়োগপ্রাপ্ত হলে ০৩ (তিন) টির বেশি সরকারি প্রতিষ্ঠানে প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না;
৭
হাইকোর্ট বিভাগে এ্যাডভোকেট হিসেবে কমপক্ষে ০৫(পাঁচ) বছরের অভিজ্ঞতা ও আপিল বিভাগে এনরোলমেন্ট থাকতে হবে (প্রমাণক আবশ্যক);
৮ আবেদনকারীর বয়স ১৬/০৩/২০২৫ তারিখে ৬৫ (পঁয়ষট্টি) বছরের অধিক হতে পারবে না;
১ ০৩ (তিন) বছরের জন্য প্যানেল আইনজীবী নিয়োগ করা হবে। তবে সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি/নবায়ন করা যেতে পারে;
১০ নিয়োগপ্রাপ্ত বিজ্ঞ আইনজীবী দায়িত্ব হতে অব্যাহতি গ্রহণ করতে চাইলে সেক্ষেত্রে ৩০ (ত্রিশ) দিন পূর্বে নোটিশ প্রদান করতে হবে;
১১ কোনো প্যানেল আইনজীবীর পেশাগত কার্যক্রম সন্তোষজনক না হলে, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে তাঁর নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ। সংরক্ষণ করে;
১২ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। প্যানেল আইনজীবী নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নিম্নবর্ণিত চাহিদা প্রতিপালনপূর্বক আবেদন করতে হবে:
ক আবেদনকারীর নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, ফোন নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ইত্যাদিসহ পূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত আবেদনে উল্লেখ করতে হবে;
খ আবেদনকারী আইনজীবীকে ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত হতে হবে;
গ আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে;
ঘ আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্র, এসএসসি থেকে আইনসহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত পেশাগত অভিজ্ঞতা/সনদপত্রসমূহের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে;
ও হাইকোর্ট বিভাগে এ্যাডভোকেট হিসেবে কমপক্ষে ০৫(পাঁচ) বছরের অভিজ্ঞতা ও আপিল বিভাগে এনরোলমেন্ট-এর প্রমাণকের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে;
চ আগামী ১৯/০৫/২০২৫ তারিখ বেলা ০২.০০ টার মধ্যে অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (ভবন নং-৬, কক্ষ নং-১৭১৮) বরাবর আবেদন পৌঁছাতে হবে।
প্যানেল আইনজীবী তালিকাভুক্তির বিজ্ঞপ্তিসহ আবেদনের শর্তাবলী, কর্মপরিধি (TOR), আইনজীবীগণের মামলা পরিচালনায় ভাতা/ফি'র তালিকা, আবেদনর ফরম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর ওয়েব সাইট www.shed.gov.bd-এ পাওয়া যাবে।
28/2/25
(মো: আবদুল জলিল মজুমদার)
সহকারী সচিব
দূরালাপনী:- ৫৫১০১১৬৯
GA-600/25 (10x3)

Post a Comment