বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (reb) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ - ২৪/০২
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড BANGLADESH RURAL ELECTRIFICATION BOARD
কর্মচারী প্রশাসন পরিদপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদর দপ্তর ভবন, নিকুঞ্জ-২ খিলক্ষেত, ঢাকা-১২২৯
ফোন: ৮৯০০৩৫৮
ই-মেইল: rebdpa@gmail.com
স্মারক নং- ২৭.১২.০০০০.০২৫.১১.১১৯.২৫- ১৪৩৭ www.prebd.com
Links are opening...
তারিখঃ ০৬ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দবিষয়: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর রাজস্বখাতভুক্ত 'টেবুলেটর' পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর স্মারক নং- ২৭.১২.০০০০.০২৫.১১.১৮৩.২৩-৭২৯, তারিখ: ০৭.১১.২০২৪ খ্রি. এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত 'টেবুলেটর' পদে আবেদনকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে অনুষ্ঠিত হবে:
পদের নাম
পরীক্ষার ধরণ
লিখিত পরীক্ষা
পরীক্ষার তারিখ ও সময়
২৪.০২.২০২৫ খ্রি. (সোমবার) বিকাল ৩:০০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা পর্যন্ত
রোল নম্বর
১৫০০০০০১ থেকে ১৫০০০১২৭ পর্যন্ত
পরীক্ষা কেন্দ্র
প্রশিক্ষণ একাডেমি ভবন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ সদস্য (প্রশাসন)-এর অফিস কক্ষ
টেবুলেটর
মৌখিক
২৬.০২.২০২৫ খ্রি. (বুধবার) বিকাল ৩:০০ ঘটিকা থেকে
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ
সদর দপ্তর ভবন (৩য় তলা) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯
বিশেষ দ্রষ্টব্য:
১. প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোন প্রবেশপত্র প্রেরণ করা হবে না। প্রার্থীদেরকে brebr.teletalk.com.bd ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোডপূর্বক প্রিন্ট করে সংগ্রহ করতে হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
২. পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও যে কোন ধরণের ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না।
৩.
প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০
মিনিট পূর্বে প্রার্থীদেরকে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করলে কিংবা কর্তব্যরত কর্মকর্তাগণের সাথে অসদাচরণ করলে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা বাতিল করা হবে। 8.৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
1902.25 (শারমিন মাহমুদ)
পরিচালক
কর্মচারী প্রশাসন পরিদপ্তর



Post a Comment